কর্মসূচীর নাম |
সেবা সমূহ |
সেবা প্রদানের স্থান |
সেবা গ্রহীতা |
সময়সীমা |
প্রতিকারের বিধানে নিয়োজিত কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
সরকারি শিশু পরিবার কার্যক্রম |
১। পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন করা ২। বৃত্তিমূলক ও কারিগরী প্রশিক্ষণ প্রদান। ৩। নিবাসিদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন। ৪। পুণর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
|
সরকারি শিশু পরিবার |
পিতৃহীন কিংবা পিতৃ-মাতৃহীন গরীব এতিম ছেলে যাদের বয়স ৬-৯ বছর তারা ভর্তিযোগ্য এবং ১৮ বছর বয়স পর্যন্ত সরকারি শিশু পরিবারে অবস্থান। |
আসন শুন্য সাপেক্ষে শিক্ষা বর্ষের শুরুতে ৩০-৩৭ দিন। |
১। উপতত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার ২। উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালল ৩। জেলা প্রশাসক ৪। পরিচালক (প্রতিষ্ঠান) ৫। মহাপরিচালক সমাজসেবা অধিদফতর। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস